গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় কক্সবাজার।
নিয়োগ বিজ্ঞপ্তি
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন ক্যাম্পের (কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় এবং নোয়াখালী জেলার ভাসানচরে স্থাপিত ক্যাম্প) জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ইউএনএইচসিআর হতে অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে বিভিন্ন পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
১.পদের নাম-রেফারেল কো-অর্ডিনেটর
শূন্য পদের সংখ্যা-০১
বেতন -১,৫০,০০০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
-এমবিবিএস পাশ বিএমডিসি'র নিবন্ধনকৃত। সরকারী/বেসরকারী/ আন্তর্জাতিক সংস্থায় ৭ (সাত)বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে বয়স শিথিল যোগ্য। স্বাস্থ্য কেন্দ্র পরিচালনার অভিজ্ঞ,বৈদেশিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক সংস্থায় এ বিষয়ে অভিজ্ঞা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
২.পদের নাম-মেডিকেল টিম লিডার
শূন্য পদের সংখ্যা-০১
বেতন -১,২০,০০০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -
এমবিবিএস পাশ বিএমডিসি'র নিবন্ধনকৃত।
সরকারী/বেসরকারী/ আন্তর্জাতিক সংস্থায় ৭ (সাত)বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে বয়স শিথিল যোগ্য।
৩.পদের নাম-মেডিকেল এসিস্ট্যান্ট
শূন্য পদের সংখ্যা-০৩
বেতন -৩৮,৫০০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -
সরকারী প্রতিষ্ঠান/ সরকারীভাবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন মেডিক্যাল এসিস্ট্যান্ট পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৪.পদের নাম-ফার্মাসিষ্ট
শূন্য পদের সংখ্যা-০১
বেতন -৩৮,৫০০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -
সরকারী প্রতিষ্ঠান/ সরকারীভাবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন-ফার্মেসি (০৩ বছর মেয়াদী)।কম্পিউটার পরিচালনায় দক্ষহতে হবে। যেমন: Ms word, Ms excel, Ms power point কাজে পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৫.পদের নাম-ফার্মাসিষ্ট কাম ষ্টোর কিপার
◽শূন্য পদের সংখ্যা-০১
◽বেতন -৩৮,২০০/-
◽শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -
সরকারী প্রতিষ্ঠান/ সরকারীভাবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন-ফার্মেসি (০৩ বছর মেয়াদী)। কম্পিউটার পরিচালনায় দক্ষহতে হবে। যেমন: Ms word, Ms excel, Ms power point কাজে পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৬.পদের নাম-হেল্থ কাউন্সিলর
শূন্য পদের সংখ্যা-০১
বেতন -২৭,৬০০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -স্নাতক পাশ (স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে
৭.পদের নাম-মেডিকেল রেফারেল সহকারী
শূন্য পদের সংখ্যা-০৩
বেতন -২৭,৬০০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -স্নাতক পাশ (স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে)
৮.পদের নাম-এ্যাম্বুলেন্স চালক
শূন্য পদের সংখ্যা-০২
বেতন -২৭,৬০০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -এসএসসি পাশ (নবায়নকৃত গাড়ী ড্রাইভিং ও ০৫ বছরের গাড়ী চালানোর বাস্তব অভিজ্ঞতা)।
আবেদনপত্র শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বরাবর দাখিল করতে হবে। আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও জন্ম তারিখ, মোবাইল নম্বার উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার সনদপত্র, জন্মনিবন্ধন/ জাতীয়পরিচয় পত্র, ইউপি চেয়ারম্যান/পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ও সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়ন করে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। চাকরির আবেদন ফরম www.rrrc.gov.bd ডাউনলোড করে পূরণ পূর্বক শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজার বরাবর দাখিল করতে হবে।
আবেদনকারীর বয়স ৩১ জুলাই ২০২২খ্রি. তারিখ সর্বনিম্ন ১৮ হতে সর্বোচ্চ ৩৫ বৎসর হতে হবে। আগামী ২৫ আগস্ট ২০২২খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এর কার্যালয়, মোটেল রোড, কক্সবাজার এর ঠিকানায় ডাক যোগে এবং সরাসরি আবেদনপত্র জমা দেয়া যাবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কোনও টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগের বিষয়ে যেকোনও
সুপারিশ/তদবীর প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন পত্র সরাসরি বাতিল বলে
গণ্য হবে। স্বাক্ষাৎকারের তারিখ ও সময় পত্র জারি / ফোনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আবেদন পত্রের সাথে
১০ (দশ) টাকার ডাকটিকেট সম্বলিত ফেরত খাম (প্রার্থীর বর্তমান ঠিকানা সহ) সংযুক্ত করতে হবে।
(ঘ)এটি সরকারি চাকরি নয়। এ নিয়োগের মেয়াদ ৩১ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত। সন্তোষজনক কাজের ভিত্তিতে
এবং কেবলমাত্র UNHCR হতে বছর ভিত্তিক চুক্তির আওতায় অর্থপ্রাপ্তি সাপেক্ষে চাকরির মেয়াদ নির্ধারিত হবে।
প্রতিবছর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে চুক্তি স্বাক্ষর সাপেক্ষে চাকুরির মেয়াদ বৃদ্ধি পাবে।
(ঙ)বর্ণিত মানবিক সহায়তা কার্যক্রম বন্ধ হলে বা অর্থ সংস্থান না হলে বা সংশ্লিষ্ট কর্মচারীর সাথে চুক্তি সম্পাদন না
করা হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
(5)এ নিয়োগ ভবিষ্যতে কোনও সরকারি পদে নিয়োগ, বদলী বা আত্তীকরণের নিশ্চয়তা বহন করেনা।
কর্তৃপক্ষ কোনও কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনও সময় নিয়োগ প্রদান ও বাতিলের পূর্ণ কর্তৃত্ব সংরক্ষণ করেন।
নিয়োগের জন্য সুপারিশকৃত কর্মচারী কর্তৃপক্ষের সাথে বছর ভিত্তিক চুক্তি স্বাক্ষর ব্যতিরেকে কোনোভাবেই আর্থিক
সুবিধা প্রাপ্য হবেননা।
পদের সংখ্যা কম/বেশি করার ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।