বিজিবিতে ১০০ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে ভর্তির জন্য পরীক্ষার প্রস্তুতি ও পরামর্শ।
নিচে ১০০ তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া আছে।বিজিবিতে প্রাথমিক মেডিকেলঃ
বিজিবিতে ভর্তি হতে হলে প্রথমে প্রাথমিক বাছাইপর্বে বা প্রাথমিক মেডিকেলে ঠিকতে হবে। প্রাথমিক মেডিকেল বলতে আপনার উচ্চতা, শারীরিক গঠন, দুই হাটুর মাঝামাঝি অবস্থান, শরীরের কাটাছেড়া, পায়ের রগ, দৃষ্টিশক্তি, বুকের মাপ ইত্যাদি পরীক্ষাকে বুঝায়।
বিজিবিতে যে সকল সমস্যার কারনে প্রাথমিক মেডিকেলে বাদ দেয়া হয় সেগুলো নিম্নরূপঃ
(১) উচ্চতা ন্যূনতম ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে। তবে আপনি যদি আরও বেশি লম্বা হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট৷
(২) নাকে পলিপাস থাকলে বাদ দেয়া হবে৷
(৩) V আকৃতি করলে দুই হাটু লেগে গেলে তাহলে বাদ দেয়া হবে।
(৪) গাঁয়ে সাদা সাদা ছোলির দাগ থাকলে বাদ দেয়া হবে।
(৫) চুল পাঁকা থাকলে বাদ দেয়া হবে তবে ভাগ্যগুনে নিতেও পারে।
(৬) পায়ের তালু সমান থাকলে বাদ দেয়া হবে।
(৭) হাত-পায়ের বৃদ্ধাঙ্গুলে পচনধরা থাকলে বাদ দেয়া হবে।
(৮) পায়ের রগ যদি দৃষ্টিপট হয়ে থাকে তাহলে বাদ দেয়া হবে।
(৯) চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে, ঝাঁপসা দেখলে সমস্যা হিসেবে গণ্য করা হবে।
(১০) বুক স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে, বুক ফোলানো অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
(১১) দাঁতে সমস্যা যেমন দাঁত বেশী ফাঁকা অথবা দাঁতে পোকা লাগা।
(১২) অপারেশন করা থাকলে মেডিকেল অফিসার কোনো ক্ষেত্রে বাদ দিতে পারেন। হতে পারে কারোর এপিনডিক্স হয়েছিল অপারেশন করা হয়েছিল,বা পেটে টিউমার ছিল৷
(১৩) বড় কোনো কাঁটার দাগ থাকলে বাদ পড়বেন।
(১৪) হাত অথবা পা যদি বাকা হয় বাদ দেয়া হবে।
(১৫) শরীরে ঘাঁ পচড়ার দাগ থাকলে বাদ দেয়া হবে।
সর্বোপরি প্রাথমিক মেডিকেলে উর্ত্তীন্ন হতো হলে নিজের শরীরের প্রতি আগে যত্নশীল হতে হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০০ তম ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।
বিজিবিতে লিখিত পরীক্ষায় যেসব বিষয়াবলী থেকে প্রশ্ন করা হয়।
প্রাথমিক মেডিকেল বাছাই উর্ত্তীন্ন হবার পর লিখিত পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষায়
বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান, জাতিসংঘ, বিভিন্ন সামরিক জোট, NATO, UN, UNICEF, ভৌগোলিক উপনাম, বিজিবি হেডকোয়ার্টার, ট্রেনিং সেন্টার, বিজিবির বর্তমান মহাপরিচালক, বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন, BGB এর পূর্ণরূপ ইত্যাদি বিষয়ক প্রশ্ন করা হবে।
গণিতের থেকে বেশি বেশি বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক এবং উৎপাদক শিখে যাবেন৷
ইংরেজিতে Preposition, Article, Right form of verb, correct Sentence, voice,
ইংরেজি তে একটা চিঠি লিখতে হবে, যে কোনো টপিক নিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে।
বিজিবিতে চূড়ান্ত মেডিকেলঃ
চূড়ান্ত মেডিকেলে যেহেতু আপনার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ কাপড় খুলে দেখবে এজন্য আপনি শরীরের গোপনীয় পশম পরিষ্কার করে নিয়ে যাবেন। অশ্বরোগ, পাইলস, পেনিস ভেরিকজ, যেকোন যৌনরোগ থাকলে, উচ্চরক্তচাপ বা নিম্নরক্তচাপ থাকলে, হাশি কাশি দিতে বলা হবে। এর মধ্যে যেকোন একটি সমস্যা থাকলেই অযোগ্য হিসেবে বাদ দেয়া হবে।
সকল বিষয়ে যারা পাস করেন তাদের পরবর্তীতে ইউরিন ও ব্লাড টেস্টের জন্য হেডকোয়ার্টার থেকে মেসেজ দেয়া হবে। কারো যদি ইউরিন বা ব্লাডে সমস্যা হয় বিশেষ করে জন্ডিস ধরা পড়ে তাহলে বাদ দেয়া হবে। এজন্য মুত্র ও রক্ত পরীক্ষায় যাবার আগে বেশি করে ডাবের পানি পান করে যাবেন।
নিয়মিত চাকরির খবর পেতে, সাপ্তাহিক চাকরির পত্রিকা পড়তে, যেকোন ডিফেন্স চাকরির পরামর্শ পেতে আমাদের সাথে থাকুন।
পোস্ট সম্পর্কিত কিওয়ার্ড -
বিজিবিতে ভর্তির প্রশ্ন, বিজিবি লিখিত পরীক্ষা, বিজিবির বেতন কত, বিজিবি ট্রেনিং।